নিয়মাবলী গুলি হল
1. অনুদ্বীপ ফাউন্ডেশনের এই ট্রেনিং টা 100 ঘণ্টার ট্রেনিং অর্থাৎ এই ট্রেনিং টার জন্য 1 মাস টাইম লাগবে।
2. 100 ঘণ্টার এই ট্রেনিং টি পূরণ করার জন্য প্রত্যেকদিন দু'ঘণ্টা করে ক্লাস হবে (রবিবার ও তৃতীয় শনিবার ছাড়া) প্রত্যেক ছাত্রীকে ক্লাসে জয়েন করতে হবে
3. এই ট্রেনিং টা সপ্তাহে ছয় দিন করানো হবে তিন দিন কম্পিউটারের ক্লাস থাকবে এবং তিন দিন স্পোকেন ইংলিশের ক্লাস থাকবে।.
4. ক্লাসে জয়েন করা ছাড়াও আমাদের দুটি অ্যাপস রয়েছে বাড়িতে হোমওয়ার্ক করার জন্য প্রত্যেককে সেই অ্যাপস এর আইডি ও পাসওয়ার্ড দেয়া হবে সেখানে কিছু হোমওয়ার্ক থাকবে সেই গুলো ক্লাসের স্যারেদের কথামত কমপ্লিট করতে হবে যদি কোন সমস্যা হয় তাহলে সব সময় ক্লাসের স্যারেরা সাহায্য করবে করে দেবে
5. এই ট্রেনিংটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ট্রেনিং 70% পূর্ণ হবার পর ছাত্রছাত্রীকে আমরা প্লেসমেন্টের সুযোগ করে দেবো
6. এই ইন্টারভিউটার জন্য তোমাদের একটা ট্রেনিং প্রোভাইড করা হবে, এই ট্রেনিং টাই তোমাদের অফলাইন তোমাদের RABINDRA MAHAVIDYALAYA COLLEGE অথবা অনলাইন google মিটে তোমাদেরকে করানো হবে
7.এই ফর্মটা সাবমিট করলে তোমরা যে Mail ID ফর্মটা ফিলাপ করার সময় দিচ্ছো, সেই Mail id তোমাদের একটা হোয়াটসঅ্যাপ Group লিংক চলে যাবে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে ক্লিক করে তোমরা জয়েন হয়ে যাবে সেই গ্রুপেই তোমাদের এই ট্রেনিং বা ইন্টারভিউ সমস্ত রকম তথ্য দিয়ে দেওয়া হবে।
8. অনুদ্বীপের এই ট্রেনিং টার জন্য ছাত্র-ছাত্রীদের কাছ থেকে কোনো রকম টাকা-পয়সা নেয়া হবে না এই ট্রেনিংটা সম্পূর্ণ বিনামূল্যে করানো
হবে।